এনবিআরের মামলায় ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত বলে রায় দিল হাইকোর্ট
- আপডেট সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর’এর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলায় ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত বলে রায় দিয়েছে হাইকোর্ট।
এনবিআরকে ২০১১ থেকে ১৩ সাল পর্যন্ত কর ফাঁকি বাবদ তিন বছরের জন্য বকেয়া ১২ কোটি টাকারও বেশী পরিশোধ করতে হবে তাকে। করফাঁকি নিয়ে এটিই ড. ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টের প্রথম রায়। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৩ মে ১৫ কোটি টাকা কর দাবি করে এনবিআর’এর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলার শুনানি শেষ হয়। একইসঙ্গে রায়ের জন্য আজ দিন ধার্য করা হয়। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।