এনবিআরের যুগ্ম কমিশনার অপহরণ ও নির্যাতন মামলায় ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
এনবিআরের যুগ্ম কমিশনারকে অপহরণের ও নির্মম নির্যাতনের মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রেবের পরিচালক। কমান্ডার খন্দকার আল মইন জানান, মাসুমা খাতুনের সাবেক স্বামী হারুন-অর রশিদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে সাবেক গাড়িচালক মাসুদ।
গত ১৭ আগস্ট রাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নারী যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন রাজধানীর মগবাজার অপহৃত হন। অপহরণের ১৮ ঘণ্টা পর পরদিন রাজধানীর মাদারটেক এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
মুক্ত হয়ে মামলা করেন ভুক্তভোগী। গেলো রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে র্যাব।
এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অনেক দিনের ক্ষোভ থেকেই মাসুমা খাতুনকে অপহরণের পরিকল্পনা করেন তার সাবেক স্বামী। পরিকল্পনা বাস্তবায়ন করেছে মাসুমা খাতুনের সাবেক গাড়িচালক মাসুদ।
র্যাব আরো জানায়, ভুক্তভোগীকে নির্যাতনের পাশাপাশি ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।
তদন্তে সাবেক স্বামী হারুন-অর রশিদ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় র্যাব।