এনবিআর এবং করদাতাদের মধ্যে দেয়াল ভাঙ্গার এখনই সময় : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
এনবিআর এবং করদাতাদের মধ্যে দেয়াল ভাঙ্গার এখনই সময় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেছেন, শতবছর আয়কর আইন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিগ্যাল অর্থনীতি বিশেষজ্ঞ এমএ সিদ্দিকী বলেছেন, আয়কর আইন শুধু এনবিআর কর্মকর্তাদের সুবিধা দেয় আর কষ্টে ফেলে করদাতাদের। শতবর্ষ আয়কর আইনের প্রত্যাশা ও অর্জন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
মানুষের কল্যাণের জন্য তৈরী হওয়া আইন যদি জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তবে প্রশ্নের মুখে পড়ে রাষ্ট্রের জনকল্যাণ ও আইনী কাঠামো।
এমন পরিস্থিতিতে শতবছর আয়কর আইনের অর্জন ও প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠানেরআয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ।
কালো টাকাকে ১০% ভ্যাট দিয়ে সাদা করার আইন একটি দেশের আইনী কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। প্রভাবশালীদের বলয় থেকে বের হয়ে এনবিআরকে কাজ করার আহ্বান জানান বিশিষ্টজনরা।
দেশের প্রতিটি সেক্টরেরই সংস্কার প্রয়োজন বলে জানান পরিকল্পনামন্ত্রী। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সর্বত্র নতুনত্ব আনার।
দেশের ১৮ কোটি মানুষের আয়কর দ্বারা রাষ্ট্রের উন্নয়ন তখনই নিশ্চিত করা যাবে যখন সর্বোচ্চ আয়কর নিশ্চিত সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।