এন আই খানের দেশত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পলাতক অর্থপাচারকারী পিকে হালদারের মামলায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা সচিব এন আই খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠানটির করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মোহাম্মদ নূরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন। শুনানিতে বলা হয়, উচ্চ আদালতের আদেশেই ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যানের দায়িত্ব নেন এন.আই খান এবং দায়িত্ব গ্রহণের পর– এরই মাঝে ৬০ কোটি টাকা আদায় করে তিনি আমানতকারীদের ফিরিয়ে দিয়েছেন। এর আগে ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পিকে হালদারের মা- লীলাবতী হালদারসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একই সঙ্গে ওই ২৫ জনকে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও আদেশ দেন আদালত।