এপিআই না থাকলে বোর্ডিং পাস কিভাবে এমন প্রশ্নের মধ্যেই দেশে ফিরেছে ৬৮ প্রবাসী
- আপডেট সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আবুধাবী বিমানবন্দর থেকে প্রবাসীরা কেন ফিরে এসেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী কর্মীরা যেন কম ভাড়ায় ও সহজে বিমানের টিকেট পেতে পারে, সেজন্যে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। দুপুরে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সম্প্রতি আবুধাবি বিমানবন্দরে আটকা পড়ে ১৩২ বাংলাদেশী। কর্তৃপক্ষ বলছে, অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন বা এপিআই না থাকায় বাংলাদেশ থেকে যাওয়া বিমান যাত্রীরা প্রবেশ করতে পারেননি সংযুক্ত আরব আমিরাতে।
তবে এপিআই না থাকলে বোর্ডিং পাস কিভাবে মিলল এমন প্রশ্নের মধ্যেই দেশে আজ ফিরেছে ৬৮ যাত্রী। কেন এমন ঘটনা, আর কি হবে সেসব যাত্রীদের- এমন নানা প্রশ্নের উত্তর দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
বলেন, কর্মী ফিরে আসা দু:খজনক, তবে কেন এমন হলো তা জানা প্রয়োজন।
এ সময় তিনি বলেন, শ্রমিকদেরও কিছু দায়িত্ব আছে নিজ নিজ দেশের কি বিধান আছে তা জেনে মেনে চলা।
অন্যদিকে শ্রমিকরা অনেকেই কাজে যোগ দিতে চাইলেও বিমানের টিকেট সংকটের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী সচিব।
মন্ত্রী জানান, অনেক কিছুই প্রবাসী মন্ত্রণালয় পারে না, যা কুটনৈতিক তৎপরতার মাধ্যমেও সমাধান করতে হয়।