এপ্রিল-মে মাস জুড়েই তাপদাহ অব্যাহত থাকার আশঙ্কা

- আপডেট সময় : ১০:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
সারাদেশে তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ সময় পার করছে সাধারণ মানুষ। সহসা বৃষ্টির সুখবর না থাকায় এপ্রিল-মে মাস জুড়েই তাপদাহ অব্যাহত থাকার আশঙ্কা আবহাওয়া বিভাগের। আবহাওয়াবিদরা জানান, আগামী আরো দু’তিন দিন বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি বাড়ায় গরমের তীব্রতাও বৃদ্ধি পাবে। এদিকে হিটস্ট্রোকে গত ২৪ ঘণ্টায় দিনাজপুর, নরসিংদী, শরীয়তপুর, মেহেরপুর, ঝালকাঠি ও সিলেটে মারা গেছে ৭ জন।
গরমের তীব্রতায় বাড়ছে অসুস্থতা। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যেতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খেটে খাওয়া মানুষ তীব্র গরমে বের হলেও অনেকে আশ্রয় খুঁজছে গাছের ছায়ায়। দাবদাহ থেকে বাঁচতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি শরবত কিংবা আখের রস পান করছেন অনেকে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের কাছে সুখবর দেয়ার মতো কোন পূর্বাভাস নেই। চলমান তাপপ্রবাহ এপ্রিল মাস ছাড়িয়ে মে পর্যন্ত গড়াতে পারে। তিনদিনের হিট এলার্ট শেষে আবারো নতুন করে একই প্রজ্ঞাপন জারি করা হবে। তীব্র গরমে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে লু হাওয়া বিরাজ করছে বলে জানান আবহাওয়াবিদরা। কালবৈশাখী ঝড় কিংবা প্রবল বৃষ্টি ছাড়া গরমের এই তীব্রতা থেকে শিগগিরই রেহাই নেই।