এবারের বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ
- আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এবারের বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ। ফসল নষ্ট হওয়া জমিতে এবং বাড়ির আঙ্গিনায় শাক-সবজি লাগিয়ে নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। পাশাপাশি গৃহ-পালিত পশু-পাখি পালন করে বদলাতে শুরু করেছেন নিজেদের ভাগ্য। তাদের এ ধরনের উন্নয়নমুখী কর্মকান্ডে উৎসাহিত হচ্ছে পাশ্ববর্তী চরের বাসিন্দারাও।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী মানুষ প্রতি বছর ভয়াবহ বন্যা মোকাবেলা করে থাকে। গত বন্যায় আমন বীজতলা, ধান ক্ষেত, সবিজ ক্ষেত ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়। নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদি পশুর খাদ্যও। এই ক্ষতি পুষিয়ে দিতে রৌমারী উপজেলার ৯টি গ্রামের ২৭০টি পরিবারকে ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগীতা দেয়া হয়। আর তাতেই পাল্টে যেতে থাকে তাদের জীবনমান।
প্রশিক্ষণ নিয়ে পতিত জমিতে সবজি, ফলমুলসহ বিভিন্ন ফসল চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। অনেকেই ভেড়া পালন করেও হয়ে উঠছেন স্বাবলম্বী।
বাগান তৈরির মাধ্যমে আরও স্বাবলম্বী হয়ে উঠছে চরাঞ্চলের মানুষ। এর ফলে প্রতি ইঞ্চি জমির সুষ্ঠ ব্যবহারে প্রধানমন্ত্রীর স্বপ্নও বাস্তবায়ন হবে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।
বছরের পর বছর দারিদ্র সীমার নিচে বসবাসকারী জেলার সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের প্রায় ৫ লক্ষাধিক মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়ন সংস্থার পাশাপাশি সংশ্লিষ্টদের এগিয়ে আসার প্রত্যাশা স্থানীয়দের।