এবারের বাজেটেও ব্যবসায়ীদের জন্য প্রণোদণা প্যাকেজ ঘোষণা করার দাবি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৫:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবকে সামনে রেখে গেলবারের মতো এবারের বাজেটেও ব্যবসায়ীদের জন্য প্রণোদণা প্যাকেজ ঘোষণা করার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। একইসাথে এসব সুযোগ সুবিধার সুষ্ঠু বন্টনের নিশ্চয়তা চায় সংগঠনটি।
দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে এ দাবি জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া একাধিক শিল্প প্রতিষ্ঠানের মালিকদের কোন একটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হলে অন্য প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং সহায়তা বন্ধের যে নিয়ম চালু আছে, তা প্রত্যাহারের দাবিও জানান তিনি। একইসাথে জিডিপি’র প্রবৃদ্ধি বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সরকারের বিশেষ নজরদারির তাগিদও দেন তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়িয়ে তা সঠিকভাবে বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক তৎপরতাও দেখতে চায় ব্যবসায়ী-শিল্পপতিদের অন্যতম শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার।