এবারের হজ হবে সৌদিতে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ৮৮৮৯ বার পড়া হয়েছে
এবারের হজ হবে সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে সীমিত পরিসরে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে অন্য দেশ থেকে কারও মক্কা-মদীনায় আসার অনুমতি থাকছে না। সৌদি আরবের আগ্রহী নাগরিকসহ সেখানে ইতিমধ্যে বসবাসরত বিভিন্ন দেশের সীমিত সংখ্যক মানুষ নিয়েই শর্তসাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারীর ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, মহামারী করোনার ঝুঁকি থেকে মানুষকে রক্ষার জন্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সামাজিক দূরত্বের প্রটোকল ও স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে হজ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।