এবার আইনজীবীদের ৫ টি ভবনসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক
- আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
এবার পরীর পাহাড় থেকে আইনজীবীদের ৫ টি ভবনসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। তিনি জানান, এ বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে। তবে আইনজীবীরা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ে—ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন—জেলা প্রশাসক। আর নগরবিদরা বলছেন, মাস্টারপ্লানকে লঙ্ঘন করে—সবাই মিলেই পরীর পাহাড়কে কংক্রিটের জঙ্গলে পরিণত করেছে।
বিরোধের শুরু কয়েকমাস আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি গেইট নির্মানকে কেন্দ্র করে। যে কাজে বাধা দিয়েছিলেন আইনজীবীরা। সম্প্রতি জেলা আইনজীবী সমিতি পাহাড়ের ঢালে আরেকটি ভবন নির্মানের উদ্যোগ নিলে বাধা দেয় জেলা প্রশাসন। দু’পক্ষের রেষারেষি গড়িয়েছে প্রধানমন্ত্রী পর্যন্ত। ইতোমধ্যে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার আর আদালত ভবনছাড়া সব স্থাপনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশনাও এসেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। যা বাস্তবায়নে আর সময়ক্ষেপন করতে চাইছে না জেলা প্রশাসন।
তবে আইনজীবী সমিতি বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বসতে চায়। এতে কাজ না হলে আদালতেই সমাধান করার হুশিয়ারি নেতারাদের । আর নগরবিদরা বলছেন, শুধু আইনজীবীদের অভিযুক্ত করে ঐতিহ্যবাহী পরীর পাহাড়কে কংক্রিটের জঙ্গলে পরিণত করার দায় এড়াতে পারবে না জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ১৯৯৫ সালের মাস্টারপ্লানে চট্টগ্রাম মহানগর ও আশপাশের পাহাড়গুলোকে চিহ্নিত করা হয়। যেখানে প্রতিটি পাহাড়ের শূন্য থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগরায়নের কাজে ব্যবহার করার কথা বলা হলেও পরীর পাহাড় শতভাগ ব্যবহৃত হচ্ছে।