এবার ঈদে ঘরমুখো মানুষকে ভোগাবে মানিকগঞ্জ অংশের ঢাকা-আরিচা মহাসড়ক
- আপডেট সময় : ০৮:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
এবার ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষকে ভোগাবে মানিকগঞ্জ অংশের ঢাকা-আরিচা মহাসড়ক। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের আগে ও পরে যানবাহনের চাপ বাড়লে, মহাসড়কে দেখা দেবে তীব্র যানজট। এতে চরম ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। তবে ঈদযাত্রা স্বাচ্ছন্দময় করতে সচেষ্ট থাকার দাবি করেছেন কর্তৃপক্ষ।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের ৩২ কিলোমিটার জুড়ে চার লেনের উন্নয়ন কাজ চলছে। মহাসড়কের এই অংশে ১১টি রোড ডিভাইডার আছে। বারোবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চার লেনের উন্নয়ন কাজ চলছে। কিছু অংশে কাজ শেষ হলেও অধিকাংশ জায়গায় চলমান রয়েছে। উন্নয়নকাজের জন্য কিছু এলাকায় সড়কের একাংশ বন্ধ রাখা হয়েছে। কিছু অংশ সরু। রয়েছে ঝুঁকিপূর্ণ বাক ও ডিভাইডার।
মহাসড়কে ব্যাটারিচালিত যান, ইজিবাইক, সিএনজি, পিকআপ ও হ্যালোবাইক চলাচল করায় পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্যামারায় কথা বলতে না চাইলেও সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে দাবি করেছে সড়ক ও জনপথ বিভাগ।
পুলিশ সুপার জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ নিরাপদ ও ভোগান্তি মুক্ত করতে সচেষ্ট পুলিশ। ঝুঁকিপূর্ণ স্থানকে গুরুত্ব দিয়ে মহাসড়কে ৮ শতাধিক অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে।
নবীনগর থেকে নয়াহাট ও পাটুরিয়া ঘাট এলাকার রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ডেডিকেটেড সার্ভিস লেন ও বাস-বে নির্মাণের কাজ শেষ করতে পারেনি সড়ক বিভাগ। একারনেও দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের যানজটে ভোগান্তি হবে ।