এবার গেলো একদশকের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো
- আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের পর এবার গেলো একদশকের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো। আর তিন ফরম্যাটেরই তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক এই ওয়েবসাইডটি। ঘোষিত একাদশের তিন ফরম্যাটেই স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। একাদশে কেবল ওয়ানডেতেই স্থান মিলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাকি দুই ফরম্যাটে সাকিবসহ নেই কোনো টাইগার ক্রিকেটার।
বিদায় নিয়েছে ২০১৯। নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। বিদায়ী এই দশকে সারা বিশ্বের ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই-বাছাই করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইড ক্রিকইনফো। পারফরমান্সের বিচারে তিন ফরম্যাটেরই সেরা একাদশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। যেখানে কেবল ওয়ানডে ফরম্যাটেই জায়গা পেয়েছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রান–সাকিব আল হাসান।
দশ বছরের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবেই রয়েছেন সাকিব আল হাসান। গেলো একদশকে ৪২৭৬ রান আর বল হাতে ১৭৭ উইকেট নিয়েছেন দীর্ঘ সময় ধরে অলরাউন্ডার হিসেবে দাপট দেখানো এই ক্রিকেটার। ক্রিকইনফোর একাদশের এক নম্বরে রোহিত শর্মা। ভারতীয় এই হিট ম্যান গেলো একদশকে করেছে ৭৯৯১ রান। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা। ১৫৯ ম্যাচে যার সংগ্রহ ৭২৬৫ রান।
তিন নম্বরে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। গেলো দশকে ২২৪ ম্যাচে ১১ হাজার ৩৬ রান করেছেন ভারতীয় অধিনায়ক। ৪ নম্বরে মিস্টার ৩৬০* এবি ডি ভিলিয়ার্স। ১৩৫ ম্যাচে ৬৪৮৫ করেছেন এই দক্ষিণ আফ্রিকান। গড় সবচেয়ে বেশি ৬৪ দশমিক ২০।
মিডল অর্ডারে নিউজিল্যান্ডের রস টেইলর। ৫৪ গড়ে যার সংগ্রহ ৬৪২৮ রান। ৬ নম্বরে একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী। ১৯৬ ম্যাচে এই ফিনিশারের সংগ্রহ ৫৬৪০ রান। সবচেয়ে বেশি ৪৯ ম্যাচে অপরাজিত ছিলেন ধোনী। একাদশে আছেন তিন পেসার। ইউরকার মাষ্টার লাসিথ মালিঙ্গা ও মিচেল স্টার্ক। সেই সাথে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। গেলো একদশকে যার ঝুলিতে ১৭৩ উইকেটে।