এবার দিনাজপুরের লিচু বাজার মনিটরিং করছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এবার দিনাজপুরের লিচু বাজার মনিটরিং করছে সেনাবাহিনী। ব্যাপারীর সংখ্যা বাড়ায় সরগরম এখন লিচুবাজার। লিচুর দাম বাড়ায় চাষী ও ব্যবসায়ী দু’পক্ষই বেশ খুশি। কৃষি বিভাগ বলছে, সেনাবাহিনীর এ ধরনের ভূমিকা ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।
দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সচেতনতা তৈরীতে ভুমিকা রাখছে সেনাবহিনী। একইসঙ্গে দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও প্রশাসনকে সহায়তা করছে। দিনাজপুরের লিচু বাজারে তাদের উপস্থিতিতে বেশ খুশি ব্যবসায়ী ও চাষীরা।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার বৃহত্তর পরিসরে সদরের গোর-ই-শহীদ বড়মাঠে বসেছে লিচু বাজার। সেনাবাহিনী প্রতিদিন বাজার মনিটরিং করায় নেই কোনো চাঁদাবাজি। ব্যবসায়ীদের নানারকমের প্রতিকুলতা নিরসনেও কাজ করছে তারা।
প্রতিদিন বিভিন্ন বাজার ও প্রত্যন্ত অঞ্চলের বাগান মালিকদের সাথে যোগাযোগ করছে তারা। কৃষি বিভাগ বলছে, লিচুর বাজারে সেনাবাহিনীর মনিটরিং এর ফলে মনোবল বেড়েছে চাষী ও ব্যবসায়ীদের।
করোনাকালে সেনাবাহিনীর এই ভুমিকা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মনে করেন, সংশ্লিষ্টরা।