এবার নক্সা বহির্ভূত বহুতল ভবনে হাত দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
অস্বাভাবিকহারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পর, এবার নক্সা বহির্ভূত বহুতল ভবনে হাত দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। আদায় করা লাখ লাখ টাকা জরিমানায় অবৈধ নির্মান কাজের বৈধতা দেয়ার পর, নতুনভাবে নক্সা অনুমোদনের চাপ দিচ্ছে। নক্সা ছাড়া মিলছে না হোল্ডিং নম্বর। এতে করে বিড়ম্বনায় পড়েছে নগরবাসী।
পুলিশ ক্লাবের পুকুরের একাংশ ভরাট করে নির্মানাধীন দশতলা ভবনে বিভিন্ন অনিয়ম দেখে কাজ বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। নক্সা বহির্ভূত কাজের জন্য ৪২ লাখ টাকা জরিমানা করা হয়। টাকা জমা দেয়ার পর আবারও কাজের অনুমতি মেলে।
এভাবে নগরীর বিভিন্ন বহুতল ভবন থেকে লাখ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবনের কাজ শেষ হওয়ার পরও জরিমানা গুনতে হচ্ছে অনেক ভবন মালিকদের। এছাড়া, নক্সা পাশ করাতেও টাকা দিতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে।
বহুতল ভবন নির্মানে নগরবাসীর সুবিধার্থে নিয়ম-নীতি পরিবর্তনের বিষয়টি সিটি কর্পোরেশনের ভেবে দেখা দরকার বলে মনে করে সুশীল সমাজ।
উপদেষ্টা নিয়োগ দিয়ে নগরবাসীর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার।
পরিকল্পিত নগর উন্নয়নে কাজ করা হবে বলে জানান, এই প্যানেল মেয়র।
এদিকে, সিটি কর্পোরেশন থেকে জরিমানা আদায়ের ফলে বিপাকে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। হাউস ব্লিডিং ঋণ দেয়ার পরও আবেদনকারীলা তুলছেনা।