এবার প্রবৃদ্ধিতে ফিরতে চায় চট্টগ্রাম কাস্টম হাউজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী রিচার্ড নেফিউ ঢাকায় আসছেন রাতে। দুর্নীতি দমন বিষয়ে আলোচনা করতে তার এই সফর। গত বছর বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশ সফরে করেন রিচার্ড নেফিউ।
দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের এ কর্মকর্তার কাজ অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা। বাংলাদেশ সফরকালে দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিচার্ড নেফিউর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রিচার্ড নেফিউর বাংলাদেশ সফরটি সৌজন্যমূলক। তাদের পক্ষ থেকে কয়েকটি বৈঠকের আগ্রহ দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।