এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কাজে ফিরতে যাচ্ছেন
- আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়েছেন আগেই, এবার তিনি কাজে ফিরতে যাচ্ছেন। স্কাই নিউজ জানিয়েছে, সোমবার থেকে ডাউনিং স্ট্রিটে ফিরছেন তিনি।
হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতে বিশ্রামে ছিলেন জনসন। দুইদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, এখনও বরিসের কাজে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে শিগগিরই তিনি কাজে ফিরবেন। স্কাই নিউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারেন। এতে বলা হয়, শুক্রবার চেকার্সে তিনি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককের সাথেও দেখা করবেন তিনি এবং তার স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবেন। মার্চের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন।পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৯ এপ্রিল শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ১২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।