এবার মমতাকে নিয়ে উচ্ছাস সেই জগদীপের

- আপডেট সময় : ০৭:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনামুখর ছিলেন গভর্নর জগদীপ ধনখড়। নির্বাচন পরবর্তী তার বিভিন্ন কার্যক্রমকে বিতর্কিত ও আপত্তিকর আখ্যায়িত করে তৃণমূল কংগ্রেস নেতারা উত্তাপ ছড়িয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় এবার ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। টুইটে ধনখড় লেখেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার যে দায়বদ্ধতা দেখিয়েছে তা প্রশংসার যোগ্য। টুইটের সঙ্গে ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য রাজ্যের ত্রাণকার্যের কিছু ছবিও দেন গভর্নর। ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং প্রাপকরা যেন সরাসরি সুবিধা পান সে দিকে নজ়রদারি করারও আহবান জানান তিনি । ইয়াস আছড়ে পড়ার আগে আলিপুর আবহাওয়া দফতরে গিয়েছিলেন গভর্নর। পরে মুখ্যমন্ত্রীর অফিস নবান্নে তার সঙ্গে কন্ট্রোল রুম ঘুরে দেখেন তিনি। ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি খতিয়ে দেখেন। ইয়াস কেটে যাওয়ার পরেই মমতা সরকারের প্রশংসা করলেন ধনখড়।