এবার হজে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৬০ বছর বয়সীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনাকালে চলতি বছর হজে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৬০ বছর বয়সীরা।
হজযাত্রীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে। সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখানে আরেক দফা পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর কোয়ারেন্টাইন শেষ হবে। হজের সময় স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী হাজী এবং হজকর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন এবং পরস্পরের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে সর্বোচ্চ ১শ’ জনের।