এমপির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা : মো. আফজাল হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
এমপির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, এ কথা বলেছেন কিশোরগঞ্জ-৫ নিকলী বাজিতপুর আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। বুধবার বিকেলে বাজিতপুরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এদিকে, মন্ত্রীর সমালোচনা করায় মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সরাসরি নাম না উল্লেখ করে বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করেন।