এমসি কলেজে গৃহবধূ নির্যাতনের ঘটনায় অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ
- আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজে গৃহবধূ নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন। এমসি কলেজে ওই গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতনের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর রুল জারি করে আদালত। সেই সঙ্গে গণধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেয় আদালত। চার সদস্যের অনুসন্ধান কমিটিতে সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানাকে সদস্য করা হয়।