এলডিসি সম্মেলনে অংশ নিতে দোহার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি।
স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। কাল ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের ৫ম এলডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে এটিই বাংলাদেশের শেষ অংশগ্রহণ। কারণ ২০২৬ সাল নাগাদ বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।
এলডিসি সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থানকালে কাতারের আমিরের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এতে জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।