এলপিজির নতুর দাম ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি নতুন বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম ঘোষণা করেছে। ৬৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিণ্ডারের দামএক হাজার ২৩২ টাকা নিধারণ করা হয়েছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য নির্ধারণ করার কথা জানান তিনি। এর আগে, ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। তার আগে আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করে বিইআরসি। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।