এলপিজি সিলিন্ডার ব্যবহারের বিষয়ে সতর্কতা
- আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
আমাদের দেশে বাসাবাড়ি ও রেস্টুরেন্টগুলোতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার অনেক বেড়েছে, তার সাথে বেড়েছে সিলিন্ডার বিস্ফোরণ ও সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা।
বিস্ফোরণ অধিদফতরের সূত্রমতে বাংলাদেশে বর্তমানে ৬০ লাখের বেশি গ্রাহক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। গ্রামাঞ্চলে এই গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
বাজারে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৩০টি কোম্পানির অন্তত দুই কোটি সিলিন্ডার রয়েছে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।
এলপিজি সিলিন্ডার ব্যবহারের বিষয়ে সতর্কতা :-
১. রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ রাখুন।
২. সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না।
৩. চুলা সিলিন্ডারের যথেষ্ট দূরে বায়ু চলাচল করে এমন স্থানে রাখুন।
৪. এলপিজি সিলিন্ডার সবসময় খাড়াভাবে রাখুন।
৫. চুলা সিলিন্ডারের কমপক্ষে ৬ ইঞ্চি ওপরে রাখুন।
৬. গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানাজা খুলে দিন এবং সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।
৭. অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে তাপ দিবেন না।
৮. রান্নাঘরে স্থাপিত আবদ্ধ কোনো ক্যাবিনেটে এলপিজি সিলিন্ডার রাখবেন না। রান্না শুরু করার ৩০ মিনিট আগে রান্নাঘরের দরজা জানালা খুলে দিন।
৯. সিলিন্ডারের ভাল্ভের (20mm/22mm) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেগুলেটর ব্যবহার করুন।
১০. ত্রুটিপূর্ণ ক্লিপ, হোসপাইপ পরিবর্তন করুন।