এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে ঢাকা
- আপডেট সময় : ১২:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর খুলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পরদিন রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এ উড়াল সড়ক।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রাজধানীর যানজট নিরসনে ২০১১ সালে এই মেগা প্রকল্প হাতে নেয়া হয়। বর্তমানে পুরোপুরি কাজ শেষ না হলেও আপাতত খুলে দেয়া হবে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে ৪টি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে ঢাকা শহরের ৩০-৪০ শতাংশ যানজট কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি সাশ্রয় হবে, কমবে পরিবহন খরচও। সেই সাথে মূল্যবান কর্মঘণ্টাও বাচবে বলে আশা করা হচ্ছে।