এলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
এলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম পূর্ণতার শুরু ডিসেম্বরের শুরু থেকে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় রচিত হয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
মহান এ মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে কর্মসূচি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মৃতি চিরন্তন চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। উপাচার্যের উপস্থিতিতে শেষ হয় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে।