এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

- আপডেট সময় : ০৪:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। পিয়েরিক অবামেয়াংয়ের জোড়া গ্যালাক্টিকোদের ৪-০ ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা। এতে পাঁচ এল ক্লাসিকোতে হারের পর জয় পেলো বার্সা। পুরো ম্যাচে আধিপত্য দেখানো বার্সা, সহজ কিছু সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।
বার্সেলোনা কী করতে পারে সেটা দেখানোর উপযুক্ত মঞ্চ এল ক্লাসিকো। কোচ জাভির উজ্জীবনী বার্তায় জেগে উঠল পুরো দল। মাঝমাঠ, আক্রমণভাগ সবাই বিধ্বংসী-অপ্রতিরোধ্য। খেই হারানো রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কাতালান ক্লাবটি যেন বার্তা দিল, পালাবদলের অধ্যায় শেষ, নতুন মোড়কে ফিরছে পুরনো বার্সেলোনা।
নেপথ্যে পিয়েরিক অবামেয়াং ও ওসমান দেম্বেলে। পুরো ম্যাচেই রিয়াল শিবিরে কাপন ধরিয়েছিলেন এই দুই বার্সা তারকা।
২৯ মিনিটে অবামেয়াং-দেম্বেলের রসয়ানে লিড নেয় বার্সেলোনা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুন। রোনাল্ড আরাহু’র গোলেও ছিলো দেম্বেলের অবদান। শেষ পাঁচ ম্যাচের অসিস্টে সবাইকে ছাড়িয়ে ওসমান দেম্বেলে।আপস…
বিরতির পরও চিরপ্রতিদ্বন্দ্বিদের জালে দুই গোল দিয়েছে বার্সা। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস।আর ৫১ নিজের জোড়া গোলে দলের বড় জয় নিশ্চিত করেন অবামেয়াং। এ নিয়ে রিয়ালের বিপক্ষে ৭ গোল গ্যাবন ফরোয়ার্ডের। পাঁচ ম্যাচে সবকটিতেই গোল করেছেন অবামেয়াং।
দাপুটে জয়ে যেমন প্রত্যাশা পূরন হয়েছে বার্সার তেমনি আক্ষেপে পুড়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয় অনেক অর্থবহ। এই জয় বার্সার বর্তমান ও ভবিষ্যত বদলে দেবে। ম্যাচের আগে আমি ছেলেদের বলছি এল ক্লাসিকো ব্যক্তিদের লড়াই। বলের দখল নিয়ন্ত্রনে রাখতে হবে।
আমাদের কৌশলে ঘাটতি ছিলো। যার কারণে আমরা তেমন সুযোগ তৈরী করতে পারেনি। বার্সা ভালো খেলেছে, এই জয় তাদের প্রাপ্য। এই হার মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
বেনজেমা ও ফার্নাল্ড মেন্ডি অনুপস্থিতি ভুগিয়েছে ছন্ন ছাড়া রিয়াল মাদ্রিদকে। তবে, হারলেও ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্যালাক্টিকো শিবির। ১২ পয়েন্ট কমে তালিকার তিনে বার্সেলোনা।