বনানী কবরস্থানে দাফন করা হবে শাজাহান সিরাজকে
- আপডেট সময় : ০৮:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
এশার নামাজের পর গুলশান আজাদ মসজিদে তৃতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজকে।
সকালে শাজাহান সিরাজের মরদেহ তার জন্মস্থান টাঙ্গাইলে নেয়া হয়। সেখানে দু’দফা জানাজা হয়। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। এর আগে তার মরদেহ ঢাকা থেকে এলেঙ্গা পৌঁছুলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত স্থানীয়রা মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন। ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। এছাড়া তিনি জাসদ ও বিএনপি’র প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পাঁচবার টাংগাইল- ৪ কালিহাতী আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের নেতারা।