এশিয়া কাপের পর্দা উঠছে কাল
- আপডেট সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
কাল পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে সব খেলা। অংশ নেবে ৬টি দেশ। উদ্বোধনী দিনে মুলতানের মাঠে নেপালের বিপক্ষে নামবে স্বাগতিক পাকিস্তান। ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টায়। এই দুই দল মাঠে নামার আগে জমাকালো উদ্বোধনীতে পর্দা উঠবে।
অপেক্ষার প্রহর শেষ। বুধবার পর্দা উঠছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের। গেলো বছর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার এই আসর মাতবে ওয়ানডে ফরম্যাটে। উদ্দেশ্য সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল।
এর আগে দুই বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে পাকিস্তান। রানার্স আপ হয় তিন বার। তাদের সবশেষ ট্রফির জয় ২০১২ সালে। ঘরের মাঠে এবার শিরোপার দাবিদার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পাকিস্তানের চাইতে অপেক্ষাকৃত দুর্বল দল নেপাল। তাই প্রথমবারের মত টুর্নামেন্টে অংশ নেয়া দলটির বিপক্ষে জয় পেতে খুব একটা অসুবিধা হবে না পাকিস্তানের।
ম্যাচের আগে আসরের পর্দা উঠবে বেলা ৩টা নাগাদ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। মূল আয়োজক পাকিস্তান। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমান। এছাড়া আরো পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আরো থাকবে ঐতিহ্যবাহী এশিয়ান সঙ্গীত ও নৃত্য পরিবেশনা।