এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাতারের কাছে হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাতারের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বাহরাইনের শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের উপর চড়াও হয় কাতারের যুবারা। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ২৩ মিনিটে দলকে লিড এনে দেয় আহমেদ আল-রাউয়াই। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরিতিতে যায় বাংলাদেশ। ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দিগুণ করে মধ্যপ্রাচ্যের দেশটি। এ গোলটিও আসে আল-রাউয়াই এর পা থেকে। যোগ করা অতিরিক্ত সময়ে বাংলাদেশের রক্ষণের ভুলে পেনাল্টি পায় কাতার। সফল স্পট কিকে নিজের হ্যাট্রিক ও দলের বড় জয় নিশ্চিত করেন আল-রাউয়াই। এই হারে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট।