এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তিন নারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তিন নারী বিজ্ঞানী। সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশ থেকে স্থান পাওয়া তিন নারী হলেন, লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের-এমএএলএফ’এর চেয়ারম্যান সালমা সুলতানা, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের…আইসিডিডিআরবি ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়…বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়মা সাবরিনা। শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজ্ঞানীদের সংখ্যা বেশি।