এশিয়া কাপের মহারণে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান
- আপডেট সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অপেক্ষার পালা শেষ। এশিয়া কাপের মহারনে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মাঠে নামবে দু-দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের হার থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচে ভাল কিছু করে দেখানোর প্রত্যাশা ভারতের। আর সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে প্রস্তুত পাকিস্তান।
আরো একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। সমর্থক থেকে আয়োজক আর ক্রিকেট ভক্ত থেকে অনুরাগী সকলের যুগ যুগ ধরে এই এক অপেক্ষা…চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলা। এবার এশিয়া কাপের শুরুতেই ফুরিয়েছে সে প্রহর। দু-দলের দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন বন্ধ থাকায় আজকে এই ম্যাচ আনবে অন্য মাত্রা।
দু-দলের শেষ দেখায় বড় জয় পাকিস্তানের। মঞ্চটা বিশ্বকাপের। তবে এবারের মঞ্চ ভিন্ন হলেও লড়াইটা কিন্তু হবে সমানে-সমান।
পাকিস্তানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হলেও অতীত ভুলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নতুন করে শুরু করতে চায় ভারত। নিজেদের লক্ষ্যে মনযোগী হতে চান ভারতীয় অধিনায়ক।
এশিয়া কাপের আগেই বড় দুসংবাদ পাকিস্তান শিবিরে। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছে দলের সব থেকে নির্ভরযোগ্য পেসার শাহীন আফ্রিদী। তার অনুপস্থিতি ভোগাবে পাকিস্তানকে। মাঠে ভাল কিছু করে দেখাতে চান পাক অধিনায়ক।
পাকিস্তান-ভারত ম্যাচ এক অন্য উত্তেজনার নাম। মাঠের বাইরেও সবকিছু ছাপিয়ে ১০০ কোটিরও বেশি মানুষ আজ চোখ রাখবে টেলিভিশিনের পর্দায়। এপর্যন্ত যে কোনো ক্রিকেট ম্যাচের জন্য এটি একটি নতুন রেকর্ড। কে হাসবে শেষ হাসি, দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা