এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ওমানকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
জাকার্তায় ম্যাচের প্রথম কোয়ার্টারে লিড পায় বাংলাদেশ। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুর ইসলাম। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ১-০ লিড নিয়েই শেষ করে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ওমানের আল ফাজালে রাশাদ ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দু’দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আবার লিড নেয়। ৪০ মিনিটে রাকিবুল পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করেন। চতুর্থ কোয়ার্টারে আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।