এশিয়া কাপ হকির স্থান নির্ধারনী ম্যাচে জিতেছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপ হকির স্থান নির্ধারনী ম্যাচে জিতেছে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রতিনিধিরা।
শুরুতেই গোল পেলেন রাসেল মাহমুদ জিমি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। মাঝে ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও আটকাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীদের। দলের বাকি তিন গোলদাতা আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো।এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পেলো বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে জিমি-মিমোরা মুখোমুখি হবেন ওমানকে ৫-২ গোলে হারানো পাকিস্তানের। ১ জুন মুখোমুখি হবে দু’দল।