এসএটিভি’তে সংবাদ প্রকাশের পর চান্দগাঁও গোধা এলাকার ফুটপাত দখলমুক্ত
- আপডেট সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
এসএটিভি’তে সংবাদ প্রকাশের পর হকারের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ফলে জনসাধারণের পথ চলাচল সুগম হয়েছে। দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন গোধা এলাকায় এই অভিযান চালানো হয়।
একপাশে রাস্তা ও নালার কাজ চলমান ও অন্যদিকে ফুটপাত দখল করে হকার বসার কারণে পথ চলতে দূর্ভোগের অভিযোগ করা হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে চসিক। দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানের পর ফুটপাত হকারমুক্ত করায় খুশি–নগরীর চান্দগাঁও থানাধীন গোধা এলাকার বাসিন্দারা।
এদিকে কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছে হকাররা…
ফুটপাত জনগণের চলাচলের জায়গা, ব্যবসা করার জায়গা নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি মেয়রের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছেন বলে জানান এই পরিচ্ছন্ন সুপারভাইজাররা।
অভিযান পরবর্তি ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান চসিক’এর এ কর্মকর্তা
ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান স্থানীয় এই ওয়ার্ড কাউন্সিলর
এই নগর শুধু মেয়রের একার নয়, জানিয়ে নগরবাসীকেও সচেতন হওয়ার আহবান জানান সিটি মেয়র
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।