এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয়
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ে তৈরি হয়েছে সংশয়। করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে এমন দিন পার করছেন শিক্ষার্থীরা।
ক্লাস না হওয়ায় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে গত ৩০ মার্চ থেকে ৬০ দিন শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা ছিল। ৮০ দিন ক্লাস নেয়ার কথা ছিলো এইচএসসি পরীক্ষার জন্য। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণ, প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপার কাজটি এগিয়ে রাখা হয়েছে। যাতে কোনো সিদ্ধান্ত হলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। করোনা ভাইরাসের কারণে বছরখানেক সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছুটি। ১ এপ্রিল থেকে অনলাইনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ৭ এপ্রিল। তবে এখন ‘লকডাউনের’ কারণে ফরম পূরণের সময় বাড়ানো হবে।