এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী। প্রথম দিন বাংলা প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা হয়। সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। বার বার পরীক্ষা পিছিয়ে বছরের শেষে নেয়ায় ক্ষোভ জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে, আগামী বছর এই পরীক্ষা এগিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব আবু বকর ছিদ্দিক।
কোভিড ও বন্যা পরিস্থিতির অবনতির জন্য দু’বার পিছিয়ে অবশেষে স্বপ্নের দুয়ারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
উৎসবমূখর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরিক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে আসে।
পরীক্ষা পেছানোতে যে অনিশ্চয়তা শিক্ষার্থীদের মাঝে ছিল তা এবার স্বস্তির বর্তা দিচ্ছে। তবে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষার প্রশ্নের মান নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
দেশের বিভিন্নস্থান বৈরি আবহাওয়ায় বৃষ্টি-বাদল থাকলেও নির্ধারিত সময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে থাকে পরীক্ষার্থীরা।
তবে অটো পাস না দিয়ে দীর্ঘ বিরতির পর সশরীরে পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা যাছাইয়ের সুযোগ দেওয়ায় সন্তুষ্ট অভিভাবকরা।
আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান আবু বকর ছিদ্দীক। কেউ এ নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।