এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে ১১টা থেকে
- আপডেট সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বন্যার কারণে তিন মাস পিছিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যানজট এড়াতে এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। পরীক্ষা চলবে দুই ঘন্টা। প্রশ্ন ফাঁস রোধে ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু, সিলেট বিভাগ ও দেশের উত্তরাঞ্চলের বন্যার কারণে প্রায় তিন মাস পর শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্যা ও করোনা মহামরিতে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে এবার পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস।
প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ালে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।
অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় গতবারের তুলনায় এবার এসএসসি অংশগ্রহনকারীর সংখ্যা কমেছে বলেও জানান ডা. দিপু মনি।