এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণে রেকর্ড
- আপডেট সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। ৯ বোর্ডে এ বছরে পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মাদ্রাসায় ৯৩ দশমিক ২২। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ৪৯। এবারর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। মোট পাসের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। সবচেয়ে এগিয়ে নতুন বোর্ড ময়মনসিংহ। আর পিছিয়ে গেছে বরিশাল বোর্ড।
করোনার কারনে আট মাস পর এবার সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। এক মাসের মাথায়ই দেয়া হলো এর ফল। পাশের হারের পাশাপাশি বেড়েছে জিপিএ-ফাইভ।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, ঢাকায় পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ।এখানে মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন । কুমিল্লায় ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। যশোরে পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। চট্টগ্রামে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-ফাইভ ১২ হাজার ৭৯১।বরিশালে উত্তীর্ণ ৯০ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী। সিলেটে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৮৩৪, দিনাজপুরে ৯৪ দশমিক ৮০ শতাংশ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।
ফল ঘোষণার পর আনন্দে ফেটে পড়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সন্তুষ্টির কথা জানান শিক্ষক ও অভিভাবকরাও ।
এদিকে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার পর, সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত মুল্যায়ন তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। অন্যদিকে ১৮ টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি।
করোনা পরিস্থিতির কারণে এবার শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।