এসএসি ও সমমানের পরীক্ষায় পাশের হার সবচেয়ে বেশি বরিশাল বোর্ডে এবং কম সিলেট বোর্ডে
- আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
এসএসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার সবচেয়ে বেশি বরিশাল বোর্ডে এবং সবচে’ কম সিলেট বোর্ডে। বরিশাল বিভাগে ৯০ দশমিক ১৮ শতাংশ এবং সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এসএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী।এই ফল পেয়ে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। তবে গতবারের চেয়ে পাশের হার ও জিপিএ-ফাইভের সংখ্যা দুটোই কমেছে চট্টগ্রামে। করোনার পর পুর্ণাঙ্গ নম্বরে এবারই প্রথম পরীক্ষা হওয়ায় এটা কমে গেছে বলে সংবাদ সম্মেলনে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ।
বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভে ছেলেদের পিছনে ফেলেছে মেয়েরা। ১ হাজার ৪৭৭টি বিদ্যালয় থেকে ৯০ হাজার ২৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাশের হার ৯০ দশমিক ১৮। এর মধ্যে মেয়ে ৪৭ হাজার ৭৬ এবং ছেলে ৪৩ হাজার ১৬০ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৬৫৪ এবং ছেলে ২ হাজার ৬৫৭ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৮৯ ভাগ। মোট ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। গতবারের চেয়ে যা ১৫ হাজার ৬৪৬ জন কম বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ২২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ পাঁচ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে ৬ হাজার ২৪ জন ছেলে এবং ৭ হাজার ১৫৩ জন মেয়ে।
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। যা গত বছরের তুলনায় পৌনে ৩ শতাংশ কম। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল জানান, ১ লাখ ১০ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। যার মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। যা আগের বছর ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। আটটি জেলার ২ হাজার ৭০৪টি স্কুল থেকে ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।এবছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। গত বছরের চেয়ে যা প্রায় ৮ হাজার কম।
যশোর বোর্ডে পাস করেছে ৮৬ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এই হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। গতবার পেয়েছিল ৩০ হাজার ৮৯৩ জন। যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ।