এসএ পরিবহনের লাকসাম শাখার ম্যানেজারকে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে অপহরণ
- আপডেট সময় : ১২:৪৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস- এসএ পরিবহনের লাকসাম শাখার ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ১২ ঘন্টারও বেশি গুম করে রেখে কুমিল্লার দাউদকান্দি এলাকায় ফেলে গেছে সাদা পোষাকের একদল লোক। ভুক্তভোগীর অভিযোগ, সাদা মাইক্রোবাসে তুলে হাত ও চোখ বেঁধে দিনভর নির্যাতন চালিয়ে রাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। মানবাধিকার কর্মীরা বলছেন, সাদা পোশাকে কাউকে তুলে নেয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নিজেদের ভাবমুর্তি রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত- সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
প্রতিদিনের মতো সোমবার দুপুরে অফিসের কাজের ফাঁকে কয়েকশো গজ দুরের একটি দোকানে চা খেতে যান এসএ পরিবহনের লাকশাম শাখার ম্যানেজার মোহাম্মদ ইউসুফ। পথের মাঝেই তার পাশে এসে দাঁড়ায় একটি সাদা হাইয়েস মাইক্রোবাস। কিছু বুঝে ওঠার কয়েকজন লোক তাকে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেয়। সঙ্গে সঙ্গে হাত ও চোখ বেধে ফেলা হয় তার।
এরপর চলন্ত গাড়িতেই ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ওপর চালাতে থাকে নির্যাতন। ইউসুফের রাজনৈতিক পরিচয়সহ নানা বিষয়ে প্রশ্ন করে তারা। গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়। পড়ে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের পশ্চিমপাশে নামিয়ে দেয়, তারা চলে যায়।
বিকেল পর্যন্ত অফিসে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। থানা পুলিশকেও জানানো হয় বিষয়টি। কিন্তু কেউ গভির রাত পর্যন্ত কেউ তার সন্ধ্যান দিতে পারেনি। ফুটেজ-৩
কয়েক মাস আগেও লাকশাম তাকে তুলে ঢাকায় নিয়ে মিথ্যা মামলায় চালান দেয় ডিবি পুলিশ। মানবাধিকার কর্মীরা বলছেন, এভাবে কোন নাগরিককে সাদা পোষাকে তুলে নেয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
অপহরণের ঘটনায় মঙ্গলবার সকালে লাকশাম থানায় অভিযোগ দায়ের করেন মোহাম্মদ ইউসুফ। জিএফএক্স-১ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান লাকশাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।