এসডিজি অর্জনে বাজেটের অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৩ বার পড়া হয়েছে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে বাজেটের অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সংসদ সদস্যরা।
বিকেলে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডির আয়োজনে সুশাসন ও উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে, কাঙ্খিত উন্নয়নের জন্য সুশীল সমাজের অধিকতর অংশগ্রহনের বিষয়েও মত দেন তারা। একইসঙ্গে কেবল প্রকল্প ভিত্তিক উন্নয়ন না করে এ প্রক্রিয়া সব সময়ই চলমান রাখার বিষয় উঠে আসে সেমিনারে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কর্মরত এনজিও কর্মীরা অংশ নেন।