এসেক্সে কন্টেইনার লরিতে পাওয়া ৩৯ জন মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে চালকের বিরুদ্ধে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের এসেক্সে কন্টেইনার লরিতে পাওয়া ৩৯ জন মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে চালকের বিরুদ্ধে। মাউরিক রবিনসন নামের ওই লরি চালককে বুধবার উত্তর আয়ারল্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিনসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছাড়াও মানব পাচার, অবৈধ অভিবাসনে সহায়তা ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্ত আরও বলা হয়েছে, লরির ভেতর থেকে উদ্ধার হওয়া মৃত ৩৯ জনই চীনের উইঘুর প্রদেশ থেকে আসা। এদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৮ জন নারী ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানায়, ট্রাকটি বেলজিয়াম থেকে ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে। চালকের উদাসিনতার কারণে চীনা অভিবাসীদের রেফ্রিজারেটর লরির ভেতরে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকায় সবাই মারা যায়।