এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় আগুন
- আপডেট সময় : ০৮:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় সকাল ১০টার দিকে আগুন লাগে। এসএ পরিবহনের কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সর্ভিস ও এসএ পরিবহন কর্তৃপক্ষ। তবে ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মধুর বোতল থেকে আগুণের সূত্রপাত হতে পারে। ৪২ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে আগুণ লাগার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।
প্রতিদিনের মতো রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে চলছিল স্বাভাবিক কর্মযজ্ঞ। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে নীচতলার ডেলিভারী শাখায় অগুনের সুত্রপাত হয়।
মুহূর্তে আগুন মালামালে ছড়িয়ে পড়ে। এসএ পরিববহনের কর্মী বাহিনী দ্রুত আগুণ নেভানোর চেষ্টা চালায়। তবুও গ্রাহকের আংশিক পার্শ্বেল ছাড়াও ভেতরের খোলা জায়গায় পণ্য নিয়ে আসা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
অগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেএকে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।তাদের চেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।আপস…
পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
বিভাগীয় তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপন এবং গ্রাহকদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পার্শ্বেলের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেনএসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও এসএ পরিবহনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সালাহউদ্দিন আহমেদ।