এয়ারপোর্ট রোডের ‘সেতু ভবন’ মহানগরীর জন্য বিষফোঁড়াঃ উত্তর সিটি মেয়র
- আপডেট সময় : ০৭:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
এয়ারপোর্ট রোডের বর্ধিত জায়গার ওপর তৈরী ‘সেতু ভবন’ মহানগরীর জন্য এক নতুন বিষফোঁ ড়া। বিজিএমইএ’র মতো এ ভবনটিও ভাঙ্গতে হবে মন্তব্য করে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজউক কিভাবে এর অনুমোদন দিয়েছে, তা রহস্যজনক।
দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ- পিআইবিতে গণপরিবহন : পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার পরিকল্পনা মতো কাজ না করে দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। ফলে, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সময়সাপেক্ষ ও কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, হাতিরঝিল থেকে গুলশান হয়ে কালাচাদপুর পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস চালুর কাজ চলছে। এজন্য ৬টি ব্রিজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মেয়র আতিকুল জানান, মহাখালী ও সায়েদাবাদ থেকে আন্তঃজেলা বাস যেন মহানগরে ঢুকতে না পারে সেজন্য শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। পূর্বাচলে দখলকৃত ৩৯ কিলোমিটার খালও পুনরুদ্ধারে অভিযান চালানো হবে। যানজট কমানো ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্ডারপাস, ওয়াটার ট্রান্সপোর্টসহ নানা উদ্যোগের কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র।