এ পর্যন্ত বিশ্বে ২৩ দেশে ছড়িয়েছে ওমিক্রন

- আপডেট সময় : ১২:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এ পর্যন্ত বিশ্বে ২৩ দেশে ছড়িয়েছে। সর্বশেষ সৌদি আরবে শনাক্ত হওয়ার মধ্য দিয়ে ২৩ দেশে ছড়িয়ে পড়ল করোনার নতুন এই ধরন।
নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। ওমিক্রনের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। ওমিক্রনের সংক্রন থেকে সতর্ক থাকতে আন্তর্জাতিক ফ্লাইট ফের স্থগিত করেছে ভারত। মহামারির কারণে প্রায় দুবছর স্থগিত রাখার পর আগামী ১৫ অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছিল ভারতের সরকার। আফ্রিকা থেকে ভারতে আসা ছয়জনের করোনা পজিটিভ। ওমিক্রনের ঝুঁকিতে থাকা দেশের ছাত্র ও বিদেশি শ্রমিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৪৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের।