এ বছরেই বিশ্বকে ২০০ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
এ বছরেই বিশ্বকে ২০০ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে চীন। কোভিড-১৯ ভ্যাকসিন কো-অপারেশন ফোরামে পাঠানো লিখিত বিবৃতিতে এ কথা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেন, বিশ্বকে বাঁচাতে এই ভ্যাকসিন সরবরাহ করবে তার দেশ। কোভ্যাক্স গ্লোবালের জন্য ভ্যাকসিন তৈরি ও বিতরণে চীন ১০ কোটি ডলার অনুদান দেবে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন এ পর্যন্ত বিশ্বজুড়ে ৭৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে। দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনই সব থেকে বেশি রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। অন্তত ২০টি দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোম্পানিটির।