এ বছরের বুকার পুরস্কার পেয়েছেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট
- আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এ বছরের বুকার পুরস্কার পেয়েছেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। বৃহস্পতিবার লন্ডনে তার নাম ঘোষণা করা হয়। প্রথম উপন্যাস শাগি বেইন-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি।
নিউইয়র্ক ভিত্তিক ফ্যাশন ডিজাইনার ৪৪ বছরের ডগলাস স্টুয়ার্ট এই পুরস্কার তার মাকে উৎসর্গ করেছেন। করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি তার নিজের শহর গ্লাসগো থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নকারীদের সাথে অনুষ্ঠানে অংশ নেন। পুরস্কার জেতার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্টুয়ার্ট তার মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় তার মা রয়েছেন। বইটির কাহিনী স্কটল্যান্ডে এক মদ্যপ মা ও তার ছেলে শুগির কাহিনী ফুটে উঠেছে এই আত্মজীবনীমূলক উপন্যাসটিতে। যেখানে শাগি তার মায়ের জন্য স্কুলে কটাক্ষের শিকার হয়েছেন। অত্যন্ত কষ্টে তাদের জীবন কাটলেও, শাগি সর্বদা তার মায়ের যত্ম নিতেন।