এ বছরে এরশাদের দাফন নিয়ে রংপুরবাসীর ভালবাসা নাড়া দিয়েছিলো পুরো দেশকে

- আপডেট সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বছরের শুরুতে আলোচিত জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার সরকারি কৌশলী রথিস চন্দ্র ভৌমিক হত্যা মামলার রায়, আর বছরের শেষে ট্রিপল মার্ডারের ঘটনা ছিলো রংপুরে আলোচিত। সেই সাথে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন নিয়ে রংপুরবাসীর ভালবাসা নাড়া দিয়েছিলো পুরো দেশকে।
২০১৯ সালের ২৯ জানুয়ারী রংপুরের বিশেষ জজ আদালতের সরকারি কৌশলী, জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার আইনজীবী রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধা ভৌমিকের ফাঁসির আদেশ দেয় আদালত। ২০১৮ সালে বাবু সোনাকে পরিকল্পিত ভাবে পরকীয়ার জেরে প্রেমিকসহ ঘুমের বড়ি খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
২০১৯ সালের ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান,সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের মধ্যে দাফন নিয়ে বিরোধ ছিলো ব্যাপক আলোচিত। তবে রংপুরবাসীর চাপের মুখে শেষ পর্ষন্ত তার ওসিয়তকৃত স্থান পল্লী নিবাসে শায়িত করা হয় সাবেক রাষ্ট্রপতিকে। রংপুরের মানুষের এমন ভালবাসা নাড়া দেয় পুরো দেশকে।
২০১৯ সালের ১৬ অক্টোবর পীরগঞ্জ ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে শামসুল নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বানিয়ে আটক করে পুলিশ। পরদিন সকালে পুলিশ হেফাজতে ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ- স্থানীয়দের সংঘর্ষ হয়। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ প্রত্যাহার করা হয় পাঁচ পুলিশ সদস্যকে।
২০১৯ সালের ৮ ডিসেম্বর রংপুর নগরীর বাহার কাছনা এলাকায় মাদকের টাকা না পেয়ে অন্তঃসত্তা স্ত্রীসহ দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাষন্ড স্বামী আব্দুর রাজ্জাক। পরে রেব তাকে গ্রেপ্তার করে। বাবার হাতে সন্তানের এমন নির্মম হত্যাকান্ড নাড়া দেয় গোটা দেশকে। সারা বছর আলোচিত সমালোচিত থাকলেও নতুন বছরে প্রত্যাশার কমতি নেই এখানকার মানুষের।