এ বছর বাড়বে চিনির লোকসানের পরিমাণ
- আপডেট সময় : ১০:২১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে এ বছর স্মরণকালের সর্বোচ্চ চিনি রিকভারি বিপর্যয় হয়েছে। যে কারণে অন্যান্য বছরের থেকে এ বছর বাড়বে লোকসানের পরিমান। মিল কর্তৃপক্ষ বলছে, পুরোনো যন্ত্রাংশ আর আখের জাত ভালো না হওয়ায় এর মুল কারণ। আগামীতে এ সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৪০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো। কিন্তু এবারের মৌসুমে দফায় দফায় ব্রেকডাউনে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এবার মাড়াই মৌসুমে স্মরণকালে সর্বোচ্চ ২০০ ঘন্টার বেশি মিল বন্ধ ছিলো। চিনি আহরণ গড় ৬ শতাংশ ধরা হলেও অর্জিত হয়েছে মাত্র ৪ দশমিক ৮০ শতাংশ। অদক্ষ শ্রমিক, কর্মচারী, আর পুরাতন যন্ত্রাংশেই এ বিপর্যয়।
মিলের ৪ নম্বর বয়লার ও ৫ নম্বর মিল হাউজ স্থাপন করার পর প্রতিবছর এই সমস্যা দেখা দিচ্ছে বলে জানালেন এই শ্রমিক নেতা। মিল কর্তৃপক্ষ বলছেম যন্ত্রাংশ পুরাতন হওয়ার কারণে এই বিপর্যয়। আগামীতে বিপর্যয় ঠেকাতে ব্যবস্থা নিচ্ছেন তারা। এ বছর ৪৯ হাজার ২’শ ৬৪ মেট্টিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন হয়েছে ১৮’শ ৭০ মেট্টিক টন।