এ যুদ্ধে জিততে পারে ইউক্রেন : ন্যাটোর মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইউক্রেনে সামরিক সমর্থনের আহ্বান জানিয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, এ যুদ্ধে জিততে পারে দেশটি। ন্যাটোর প্রধান আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মস্কোর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না।
ব্রিটিশ সামরিক গোয়েন্দাদের এক হিসেবে দেখা গেছে, ফেব্রুয়ারিতে মোতায়েন করা স্থল যুদ্ধ বাহিনীর প্রায় এক তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া। এদিকে, গতকাল আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো। হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাউলি জানান, তার দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পেতে আবেদন করবে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের প্রায় ১ হাজার ৩’শ কিলোমিটারের সীমান্ত রয়েছে।